সোমবার, ১২ জুন ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বরিশাল ও খুলনা- দুই সিটিতেই নৌকার বিজয়
বরিশাল ও খুলনা- দুই সিটিতেই নৌকার বিজয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বরিশাল ও খুলনা- দুই সিটি কর্পোরেশন নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বরিশালে নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোঃ ফয়জুল করিম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।
আবুল খায়ের আবদুল্লাহ প্রথমবারের মতো বরিশালের মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
নৌকার সমর্থকরা হামলা করেছে, এমন অভিযোগ এনে এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন।
খুলনা সিটি কর্পোরেশনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রাথী তালুকদার আব্দুল খালেক। তৃতীয়বারের মতো তিনি এই সিটির মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
খুলনার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটের মধ্যে তালুকদার খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।বিএনপি অংশ না নেয়ায় এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কোনও শক্তি প্রতিদ্বন্দ্বী ছিল না।