রবিবার, ১৪ মে ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড টেকনাফ-সেন্টমার্টিন
ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড টেকনাফ-সেন্টমার্টিন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে টেকনাফ-সেন্টমার্টিন। রোববার বিকাল ৩টার দিকে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা।
খোঁজ নিয়ে ও সরেজমিন দেখা গেছে, বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ সদর, পৌর এলাকা, সাবরাং, ডেইলপাড়া, জাদিমুড়া এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। উড়ে গেছে ঘরের চালা। বিভিন্ন এলাকায় মানুষকে সড়ক থেকে গাছ সরাতে দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।
স্থানীয় বাসিন্দা আবদুল মালেক জানান, দুপুর ১টার পর থেকে বাতাসের তীব্রতা বাড়ে। দুপুর ২টা থেকে রীতিমতো সেন্টমার্টিনকে লণ্ডভণ্ড করে দিয়েছে মোখা। একের পর এক ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে বলে জানান তিনি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিনে মোখার ভয়াবহ আঘাত শুরু হয়েছে। সেন্টমার্টিন লণ্ডভণ্ড করে দিয়ে মোখা। কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, মোখার দাপটে টেকনাফ ও সেন্টমার্টিন ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। কিছু এলাকায় গাছগাছালি ও ঘরবাড়ি ভেঙে গেছে। এ দুই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার সংবাদ পেয়েছি।