শুক্রবার, ৫ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
বিবিসি২৪নিউজ,আবু শামীম পলাশ, জাপান (টোকিও) থেকে: জাপানের সাগর উপকূলে ইশিকাওয়া প্রিফেকচারে একটি ভূমিকম্প আঘাত এনেছে। তবে দেশটিতে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কানাজাওয়া শহর এবং পার্শ্ববর্তী নিগাতা ও তোয়ামা প্রিফেকচারের কিছু পৌরসভাতেও ভূমিকম্পের তীব্রতা ৪ মাত্রার ছিল।
জাপানের আবহাওয়া সংস্থা এই ধরনের কম্পনকে “দীর্ঘ সময়ের স্থল গতি” বলে। এটি ওপরের তলায় অবস্থিত লোকেদের প্রভাবিত করে।
সুজু সিটির পুলিশ বলছে তারা তথ্য পেয়েছে, শহরের একটি মন্দির এবং একাধিক ভবন ধসে পড়েছে। কর্তৃপক্ষ বিস্তারিত নিশ্চিত করার চেষ্টা করছে।
বার্তা সংস্থা কিয়োদো ও গণমাধ্যম এনটিভি জানিয়েছে, ভূমিকম্পের পর ইশিকাওয়া প্রিফেকচারে অবস্থিত শিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো গড়বড় হয়েছে বলে খবর হয়নি।
২০১১ সাল শক্তিশালী এক ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল এই দাইচি পরামণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া।