সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে মেসিদের প্রতি অকুণ্ঠ সমর্থনে ৪৫ বছর পর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
বিশ্বকাপে মেসিদের প্রতি অকুণ্ঠ সমর্থনে ৪৫ বছর পর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ৪৫ বছর পর ঢাকায় দূতাবাস খুলল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সোমবার বিকাল ৪টায় রাজধানীর বনানীতে দূতাবাস উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
স্বাধীনতার পরপর ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে গতবছরই ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয় আর্জেন্টিনা। মূলত কাতার বিশ্বকাপে মেসিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোয় বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর ব্যাপারে আগ্রহী হয়েছিল দেশটি। মেসিদের নিয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে। এমনকি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটারেও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট করে।
দুদিনের সফরে আজই ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।