সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাত অতিরিক্ত সচিব ও সাত যুগ্মসচিবকে বদলি
সাত অতিরিক্ত সচিব ও সাত যুগ্মসচিবকে বদলি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: অতিরিক্ত সচিব পদমর্যাদার সাত কর্মকর্তা এবং যুগ্মসচিব পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।
অতিরিক্ত সচিব পদমর্যাদার সাত কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিমকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল করিমকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর প্রকল্প পরিচালক কেয়া খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়মা ইউনুসকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে যুগ্মসচিব পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে- বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ জাফরুল ইসলাম আজিজীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত নূর্সিয়া কমলকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ড. সাবিনা ইয়াসমিনকে কৃষি মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত মাহফুজা আকতারকে পানিসম্পদ মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত মো. মায়সুর মাহমুদ চৌধুরীকে যুগ্মপ্রধান হিসাবে পরিকল্পনা কমিশনে সংযুক্ত করা হয়েছে।
বিআরডিবির পরিচালক এস এম মাসুদুর রহমানকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ কুদ্দুছ আলী সরকারকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।