বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি।’
সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নীতি উপদেষ্টা ডেরেক এইচ শোলের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সরাকারপ্রধান একথা বলেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবসময় জনগণের খাদ্য ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। প্রথমবারের মতো সংসদে ইসির পুনর্গঠন আইন পাস হয় এবং তারপর সেই আইনের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। ইসি সম্পূর্ণভাবে স্বাধীন এবং এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে।’
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন শীর্ষ কূটনীতিক ডেরেক শোলে। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ ব্রিফিং করেন।
শোলে বলেন, ‘অর্থনীতি ও নিরাপত্তাসহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আরো বেশি কাজ করতে চায়। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যুক্তরাষ্ট্র টেকসই সমাধানের চেষ্টা করছে।’
এর আগে সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন শীর্ষ এ কূটনৈতিক। বৈঠকে তারা দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ডেরেক শোলে মঙ্গলবার সন্ধ্যায় দুদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান। শোলের সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা সফর শেষে সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।