শিরোনাম:
●   বাংলাদেশের সঙ্গে রেল প্রকল্প স্থগিত করল ভারত ●   যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধিকার ব্যুরো ●   জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সংখ্যা বাড়ানোর আহ্বান ●   যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা ●   বাংলাদেশের দাবিতে ক্ষমা ও ক্ষতিপূরণের উল্লেখ নেই: পাকিস্তানের ভাষ্যে ●   চীনের শুল্ক নিয়ে আলোচনা বসতে নমনীয় ট্রাম্প ●   বেইজিং- ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ শুরু, এলএনজি কেনা বন্ধ করেছে চীন: রিপোর্ট ●   ধীরে ধীরে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ●   পাকিস্তান ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময় ●   বাংলাদেশের কিছু ঘটনার কারণে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমিকম্পে নিহত ছাড়াল ১৯ হাজার, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ, মর্মান্তিক পরিস্থিতি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমিকম্পে নিহত ছাড়াল ১৯ হাজার, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ, মর্মান্তিক পরিস্থিতি
৪২৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিকম্পে নিহত ছাড়াল ১৯ হাজার, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ, মর্মান্তিক পরিস্থিতি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসাবশেষের নিচে এখনো আটকা পড়ে আছে অনেকে। তবে তাদের জীবিত উদ্ধারের আশা করছেন না সংশ্লিষ্টরা।

এদিকে প্রচণ্ড শীত ও ক্ষুধায় বিধ্বস্ত এলাকায় বেঁচে যাওয়া মানুষদের মধ্যে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চারপাশে অসহায় মানুষের আর্তনাদ। উদ্ধার কাজের ধীরগতি নিয়েও ক্ষোভ মানুষের মনে।

তুর্কি ও সিরীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে আনাদোলু, সানা নিউজ এজেন্সিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার তুরস্কে নিশ্চিত মৃতের সংখ্যা ১৬ হাজার ১৭০-এ পৌঁছেছে। প্রায় ১২ বছরের গৃহযুদ্ধে ইতিমধ্যে বিধ্বস্ত সিরিয়ায়, সরকার এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে একটি উদ্ধারকারী পরিষেবা অনুসারে ৩ হাজারের বেশি লোক মারা গেছে।

সাহায্যের ধীরগতির ডেলিভারি এবং উদ্ধার অভিযানে বিলম্বের জন্য ইতোমধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে। অপরদিকে ভূমিকম্পের তিন দিন পর, ক্ষতিগ্রস্ত সিরিয়ানদের জন্য সাহায্য বহনকারী প্রথম জাতিসংঘের কাফেলা তুরস্ক থেকে সীমান্ত অতিক্রম করেছে।

সিরিয়ার ইদলিব প্রদেশে ভূমিকম্পের পর আলেপ্পো থেকে পালিয়ে আসা চার সন্তানের মা মুনিরা মোহাম্মদ বলেছেন, ‘এখানে সব শিশু এবং আমাদের গরম করার এবং সরবরাহের প্রয়োজন, গত রাতে আমরা ঘুমাতে পারিনি কারণ খুব ঠান্ডা ছিল। এটা খুবই খারাপ।’

শীতের মাঝামাঝি সময়ে এসে দুই দেশের লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেকে সুপারমার্কেট কার পার্ক, মসজিদ, রাস্তার ধারে বা ধ্বংসাবশেষের মধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ক্যাম্প করেছে। সকলেই প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত।

কর্তৃপক্ষ বলছে তুরস্কে প্রায় ৬ হাজার ৫০০টি ভবন ধসে পড়েছে এবং ভূমিকম্প অঞ্চলে যেখানে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস করে সেখানে আরও অগণিত ক্ষতি হয়েছে।

জাতিসংঘের ত্রাণ সহায়তার বহর বাব আল হাওয়া ক্রসিং দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। বিরোধী-নিয়ন্ত্রিত এই এলাকায় প্রবেশের জন্য এটি একটি লাইফলাইন যেখানে প্রায় ৪০ লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভর করে আছে। এর মধ্যে অনেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে এবং তারা ভূমিকম্পের আগে ইতিমধ্যেই মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল ছিল।

ইউ.এন. সিরিয়ার রাষ্ট্রদূত গেইর পেডারসেন বলেন, সাহায্যের ক্ষেত্রে ‘একেবারে সবকিছু’ প্রয়োজন ছিল। সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তাগুলো ধ্বংস হয়ে গেছে, যার কারণে বিলম্ব হচ্ছে।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় কমপক্ষে ১ হাজার ৯৩০ জন নিহত হয়েছে। জ্যেষ্ঠ জাতিসংঘ সিরিয়ার ত্রাণ কর্মকর্তা এল-মোস্তফা বেনলামলিহ বলেছেন, এই বিপর্যয়ে ১ কোটি ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত স্বীকার করেছেন যে সরকারের সক্ষমতা এবং সরঞ্জামের অভাব রয়েছে, তবে তিনি যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ভূমিকম্প নিয়ে জরুরি বৈঠকে সভাপতিত্ব করেছেন কিন্তু কোনো বক্তৃতা বা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে ভাষণ দেননি।



আর্কাইভ

বাংলাদেশের সঙ্গে রেল প্রকল্প স্থগিত করল ভারত
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা
বাংলাদেশের দাবিতে ক্ষমা ও ক্ষতিপূরণের উল্লেখ নেই: পাকিস্তানের ভাষ্যে
বেইজিং- ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ শুরু, এলএনজি কেনা বন্ধ করেছে চীন: রিপোর্ট
ধীরে ধীরে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক কতটুকু সফল হবে!
সেভেন সিস্টার্স নিয়ে যে পদক্ষেপ নিল ভারত
বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা