বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জেসিন্ডার স্থলাভিষিক্ত হলেন হিপকিন্স
জেসিন্ডার স্থলাভিষিক্ত হলেন হিপকিন্স
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন নিউজিল্যান্ডের জনপ্রিয় প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন। সব সংকট সফলতার সঙ্গে সামাল দেওয়া এই নেতা এমন করে ক্ষমতা থেকে সরে যাবেন ভাবেননি দেশটির জনগণ। জেসিন্ডার পদত্যাগের ঘোষণার সপ্তাহ পর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ক্রিস হিপকিন্স।
এই হিপকিন্স জেসিন্ডার অন্যতম শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত। তিনি নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শপথ নিয়ে হিপকিন্স বলেছেন, তিনি চেষ্টা করবেন জেসিন্ডার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে। সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতাও চেয়েছেন তিনি।
বুধবার রাজধানী ওয়েলিংটনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ৪৪ বছর বয়সি এ রাজনীতিক।
দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ‘শক্তি আর নেই’ এমনটি জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ৪২ বছর বয়সি অরডার্ন। তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র বুধবার গ্রহণ করেন নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরো।
অরডার্ন সরকারের কোভিড-১৯ মহামারি মোকাবিলার নেওয়া উদ্যোগে নেতৃত্ব দিয়ে মন্ত্রী হিসেবে নিজের একটি ভাবমূর্তি তৈরি করেছিলেন হিপকিন্স। সেই ভাবমূর্তিতে ভর করে এবার তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছে গেলেন।
দেশের পরবর্তী নেতা হওয়ার পথে গত রোববার ক্ষমতাসীন লেবার দলীয় ককাসের সর্বসম্মত সমর্থন পান হিপকিন্স, এবার আসছে অক্টোবরের সাধারণ নির্বাচনে ক্ষমতা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে তাকে।
মতামত জরিপগুলোতে দেখা গেছে, ক্ষমতসীন দলটি জনপ্রিয়তায় রক্ষণশীল বিরোধীদল ন্যাশনাল পার্টির চেয়ে পিছিয়ে আছে।
আবাসন সংকট, জীবনযাপনের বাড়ন্ত খরচ, বন্ধকি সুদের হারবৃদ্ধি এবং অপরাধ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে গত কয়েকমাস ধরে অরডার্ন সরকারের জনপ্রিয়তা কমতে থাকে, দল হিসেবে লেবার পার্টিও জনসমর্থন হারাতে থাকে।
সম্প্রতি হিপকিন্স স্বীকার করেছেন, আগেই কঠোর লকডাউনের পদক্ষেপ থেকে সরে আসা উচিত ছিল।