শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রকে আর কোন নিষেধাজ্ঞা না চাওয়ার বার্তা দেবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে আর কোন নিষেধাজ্ঞা না চাওয়ার বার্তা দেবে বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে প্রায় দেড় বছর আগে র্যাব ও এই বাহিনীর সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে নানা স্তরে চেষ্টার পরও তা বলবৎ আছে। এ নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ তৈরি করেছে। নতুন করে যাতে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করা না হয় যুক্তরাষ্ট্রকে সেই অনুরোধ জানাবে বাংলাদেশ।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের সময় বাংলাদেশ এ বিষয় তোলার কথা ভাবছে। বাংলাদেশের কূটনৈতিক একাধিক সূত্র গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। সাঈদ ফয়সালের নিহত হওয়ার বিষয়টি আমাদের উদ্বিগ্ন করেছে। এ নিয়ে সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনা চলবে।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে পারি। যুক্তরাষ্ট্র ওই হত্যাকাণ্ড নিয়ে তদন্তের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে। আমরা এ নিয়ে প্রতিবেদন চাইব। তবে আমরা চাই, এমন কিছু যাতে করা না হয়, যাতে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়ে।’