সোমবার, ১০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা আরোপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাজধানী শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
জার্মানির রাজধানী বার্লিনে বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদ মিছিল বের করেন এবং তারা জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে সরকারের প্রতি অনাস্থা জানান। এই মেশিন থেকে রুশ বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পুলিশ ধারণা করছে- বার্লিন বিক্ষোভ মিছিলে অন্তত দশ হাজার মানুষ অংশ নিয়েছেন।
ইউরোপের বিভিন্ন দেশে রুশ-বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ
অনেকেই বলেছেন, তারা রাশিয়ার গ্যাস এবং তেল চান; যারা আজকে এ ব্যাপারে নিরব রয়েছেন আগামীকাল তারা ঠাণ্ডায় জমে মরবে।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগেও এরকম বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ অংশ নেয়া লোকজন জীবনযাত্রা ব্যয় কমানো এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর আহ্বান জানান। একইভাবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বেশ কয়েকটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, ইতালিতেও মুদ্রাস্ফীতি, জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিলে বেশিরভাগই বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং রাজনৈতিক দলের নেতা কর্মী অংশ নেন।