শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতের রিজার্ভ কমেছে ৮০ বিলিয়ন ডলার
ভারতের রিজার্ভ কমেছে ৮০ বিলিয়ন ডলার
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ইউক্রেন যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ৮০ বিলিয়ন ডলারের বেশি কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত সপ্তাহেও রিজার্ভ কমেছে ২০০ কোটি ডলার। বিপরীতে কমছে রুপির দামও।
ভারতের রাষ্ট্রীয় ব্যাংকের সবশেষ সাপ্তাহিক তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির রিজার্ভের পরিমাণ ৫৫০.৮৭১ বিলিয়ন ডলার।
সেই হিসেবে আগের সপ্তাহের ৫৫৩.১০৫ থেকে কমেছে ২.২৩৪ বিলিয়ন ডলার।
বিপরীতে ডলারের বিপরীতে ক্রমাগত দুর্বল হচ্ছে ভারতীয় রুপি। বর্তমানে এক ডলার কিনতে ভারতে ৮০ রুপি গুণতে হয়।
রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকেই বিশ্ব বাজারে বাড়থে থাকে জ্বালানিসহ নানা পণ্যের দাম।
বিপরীতে ডলারের বিপরীতে মান হারাতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা। ভারতের অর্থনীতিতেও সেই ধাক্কা লেগেছে। টানা ২৯ সপ্তাহ ধরে কমছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ।