মঙ্গলবার, ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইন্দোনেশিয়া আনারকলির ঘটনা দুর্ভাগ্যজনক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইন্দোনেশিয়া আনারকলির ঘটনা দুর্ভাগ্যজনক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ মিশনের উপপ্রধান কাজী আনারকলিকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খভাবে সরকার তদন্ত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, এমন ঘটনা দুর্ভাগ্যজনক ও বিব্রতকর।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।
শাহরিয়ার বলেন, কাজী আনারকলির বিষয়টি কয়েকদিন আগে থেকেই আমরা জানি। তদন্ত চলছে। এটা আমাদের জন্য বিব্রতকর। তদন্তে দোষী সাব্যস্ত হলে আনারকলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা কখনোই কমপ্রোমাইজ করব না। এটুক বলতে পারি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।
ইন্দোনেশিয়ার গণমাধ্যমের বরাতে জানা যায়, নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগে গত ৫ জুন কাজী আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাকে আটকের পর ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নেয় সরকার। তার বাসায় আরেকজন বিদেশি নাগরিক ছিল বলেও জানা যায়। মাদকের অভিযোগে আটক করা হলেও ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক দায়মুক্তির কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।
কাজী আনারকলির বিরুদ্ধে এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ২০১৭ সালে গৃহকর্মী নিখোঁজের দায়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছিল তাকে। তারপর ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসে নিয়োগ দেওয়া হয়।
ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকের বাসায় অভিযান চালানো যায় কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে কোনো ভুল নেই। সেই বাসায় আরেকজন বিদেশি নাগরিক ছিলেন বলে জেনেছি। সেক্ষেত্রে পুলিশ যেতে পারে। তারা আমাদের সহযোগিতা করেছেন। আমাদের ডিপ্লোম্যাট আমাদের কাস্টডিতে আছেন।’