সোমবার, ৬ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের রিহোবট বিচের বাড়ি থেকে জরুরি সরিয়ে নেয়া হয় বাইডেন ও জিল বাইডেনকে
যুক্তরাষ্ট্রের রিহোবট বিচের বাড়ি থেকে জরুরি সরিয়ে নেয়া হয় বাইডেন ও জিল বাইডেনকে
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ একটি প্রাইভেট বিমানের কারণে আকস্মিক দেলাওয়ার রাজ্যের রিহোবট বিচের বাড়ি থেকে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রেসিডেন্টের নিরাপত্তার কারণে ওই এলাকায় নির্ধারিত একটি অংশের আকাশসীমায় যেকোনো বিমানের প্রবেশে বিধিনিষেধ আছে। কিন্তু শনিবার প্রাইভেট একটি ছোট্ট বিমান ওই এলাকার মধ্যে ভুল করে ঢুকে পড়ে। এতে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিরাপদ একটি স্থানে সরিয়ে নেয়া হয়।
এরপর হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদ আছেন। তাদের ওপর কোনো হামলা হয়নি। পরে তারা তাদের বাসভবনে ফিরে গেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস বলেছে, ভুল করে বিমানটি ওই এলাকায় প্রবেশ করেছিল এবং সঙ্গে সঙ্গে তাকে এসকর্ট করে সরিয়ে নেয়া হয়েছে।
এর পাইলট যথাযথ রেডিও চ্যানেল অনুসরণ করছিলেন না। প্রকাশিত ফ্লাইট বিষয়ক যে গাইডলাইন্স আছে তিনি তা অনুসরণ করেননি। এ জন্য ওই পাইলটকে জিজ্ঞাসাবাদ করবে সিক্রেট সার্ভিস।