শিরোনাম:
●   চীন-রাশিয়া নয়, ইউরোপের সমস্যা তারা নিজেরাই: জেডি ভ্যান্স ●   বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে ●   শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ●   বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড ●   ইউরোপ-আমেরিকার মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা করতে হচ্ছে বাংলাদেশকে ●   পাপুয়া নিউ গিনির উপকূলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ●   ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর ●   ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা-গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার- জাতিসংঘ ●   মোদিকে যে উপহার দিলেন ইউনূস ●   প্রথম ধাপে ২ লাখ রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার
ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
BBC24 News
সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিপদ নিয়ে খেলছে’ চীন- বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিপদ নিয়ে খেলছে’ চীন- বাইডেন
৬২৩ বার পঠিত
সোমবার, ২৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপদ নিয়ে খেলছে’ চীন- বাইডেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ার করে দিয়েছেন যে, তাইওয়ানের ব্যাপারে চীন “বিপদ নিয়ে খেলছে”। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন চীন তাইওয়ান আক্রমণ করলে দ্বীপটি রক্ষার জন্য আমেরিকা সামরিকভাবে হস্তক্ষেপ করবে।

ওই এলাকায় দীর্ঘদিন ধরে আমেরিকা যে নীতি অনুসরণ করে আসছিল, মি.বাইডেনের এই মন্তব্য তার বিপরীত। যদিও হোয়াইট হাউস জোর দিয়ে বলছে তারা তাদের নীতি থেকে সরে আসেনি।

জাপানে মি. বাইডেন তার বক্তব্যে তাইওয়ান পরিস্থিতির সাথে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার তুলনা টানেন, যার উত্তরে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

আমেরিকার প্রেসিডেন্ট হবার পর জো বাইডেন প্রথমবারের মত এশিয়ার বিভিন্ন দেশ সফর করছেন। তিনি ওই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলো সফর করছেন।

মি. বাইডেন তার বক্তব্যের ভূমিকায় বলেন তাইওয়ানের ব্যাপারে আমেরিকান নীতি “বদলায়নি”। তবে সাম্প্রতিক কয়েকমাসে এই নিয়ে তিনি দ্বিতীয়বার দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে চীন তাইওয়ান আক্রমণ করলে আমেরিকা তাইওয়ানকে প্রতিরক্ষা দেবে। টোকিওতে এই হুমকি যেভাবে তিনি পুনর্ব্যক্ত করেছেন তাতে এটাকে আমেরিকার সুর পরিবর্তন বলেই দেখা হচ্ছে।

এধরনের পরিস্থিতির উদ্ভব হলে আমেরিকা কী অবস্থান নেবে সে বিষয়ে আমেরিকা আগে কখনই এতটা স্পষ্ট বক্তব্য দেয়নি।

চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
চীন মনে করে তাইওয়ান তাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ এবং মূল ভূখণ্ডের সাথে তাদের আবার সংযুক্ত হওয়া উচিত।

বেইজিং-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জোর দিয়ে বলেছেন: “তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের একটা অবিচ্ছেদ্য অংশ…সেখানে কোনরকম আপোষ বা ছাড়ের সুযোগ নেই।”

“তাইওয়ান এবং ইউক্রেনের মধ্যে মৌলিকভাবে তফাৎ রয়েছে। এই দুই দেশের মধ্যে তুলনা টানা উদ্ভট। আমরা আবার আমেরিকার প্রতি অনুরোধ জানাব আমেরিকা যেন এক-চীন নীতি মেনে চলে।”

আমেরিকার সাথে তাইওয়ানের কোন আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ নেই। কিন্তু আমেরিকা তাইওয়ানের সাথে সম্পর্ক বিষয়ক এক ধারার অধীনে দেশটিকে অস্ত্র বিক্রি করে। তাইওয়ান রিলেশনস অ্যাক্ট নামে এই ধারায় বলা আছে যে তাইওয়ান যাতে নিজেকে রক্ষা করতে পারে তার জন্য আমেরিকা দ্বীপটিকে সহযোগিতা করবে।

আমেরিকা পাশপাশি চীনের সাথেও আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখছে এবং চীনের সরকার যে একটাই, এ বিষয়ে চীনের অবস্থানকে আমেরিকা কূটনৈতিকভাবে স্বীকৃতিও দিয়ে থাকে।

মি. বাইডেন কী বলছেন- এবং কেন তা গুরুত্বপূর্ণ?
মি. বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিডার সঙ্গে টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন একজন তাকে তাইওয়ানের প্রতিরক্ষা বিষয়ে প্রশ্ন করেন।

মার্কিন প্রেসিডেন্ট উত্তরের শুরুতেই চীন-তাইওয়ান সম্পর্কের সাথে ইউক্রেনের ওপর রুশ হামলার যোগাযোগ টানেন।শেষ পর্যন্ত যদি ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারে একটা মীমাংসা হয়ে যায় এবং রাশিয়া যদি নিষেধাজ্ঞার চাপ সামাল দিতে না পারে, “সেটা থেকে চীন কি ইঙ্গিত পাচ্ছে জোর করে তাইওয়ান দখল করলে তার কী মূল্য চীনকে দিতে হবে?” তিনি প্রশ্ন রাখেন।

“চীন তাইওয়ানের একেবারে কান ঘেঁষে জঙ্গী বিমান উড়িয়ে এবং অন্যান্য সামরিক কর্মকাণ্ড চালিয়ে ইতোমধ্যেই বিপদ নিয়ে খেলছে,” বলেন মি. বাইডেন। এ প্রসঙ্গে তাইওয়ানের স্বঘোষিত বিমান প্রতিরক্ষা এলাকায় চীনা জঙ্গী বিমানের ঢুকে পড়ার ঘটনা বৃদ্ধির উল্লেখ তিনি করেন।

চীনা সামরিক বিমান নিয়মিতভাবে তাইওয়ানের স্বঘোষিত বিমান প্রতিরক্ষা এলাকায় অনুপ্রবেশ করছে
মি. বাইডেন আরও বলেন যে “আমি আশা করি না এটা (চীনা আক্রমণ) ঘটবে এবং তার চেষ্টাও করা হবে বলে আমি আশা করছি না,” কিন্তু তারপরেও “এধরনের পদক্ষেপের ফল দীর্ঘ মেয়াদে কতটা নেতিবাচক হবে সেটা বিশ্ব কতটা কঠোর ভাষায় স্পষ্ট করে দিচ্ছে” তার ওপরেও এর সম্ভাবনা নির্ভর করে।

এরপরেও মি. বাইডেনকে সরাসরি জিজ্ঞেস করা হয়, চীন তাইওয়ান দখলের চেষ্টা করলে আমেরিকা সামরিকভাবে তা প্রতিহত করবে কিনা, বিশেষ করে আমেরিকা যখন ইউক্রেনের ক্ষেত্রে সেটা করেনি। তিনি উত্তর দেন: “হ্যাঁ…সে প্রতিশ্রুতি আমরা দিয়েছি।

“বিষয়টা হল তাইওয়ান যদি জোর করে দখলের চেষ্টা হয়, সেটা যথাযথ হবে না। এতে পুরো অঞ্চল বিভক্ত হয়ে পড়বে এবং ইউক্রেনে যা ঘটেছে, সেখানে আবার একই ঘটনা ঘটবে।”

আমেরিকার কৌশল কি স্পষ্ট? - বিশ্লেষণ
আমেরিকা তাইওয়ানের ওপর আক্রমণ প্রতিহত করবে এমন কথা জো বাইডেন এই প্রথম বললেন না।

তবে তিনি এই মন্তব্য করার কয়েক মিনিটের মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চল বিষয়ে তাদের নীতিতে কোন বদল ঘটেনি।

মার্চ মাসেও মি. বাইডেন প্রায় একইধরনের ঘটনা ঘটিয়েছিলেন। তিনি বলেছিলেন “ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না”। এর পরপরই আমেরিকান কর্মকর্তারা দ্রুত অস্বীকার করেন যে তারা মস্কোয় প্রশাসন বদলের ডাক দিচ্ছেন।

কিন্তু বিবিসির জাপান সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড-হেইস বলছেন মি. বাইডেনকে পরে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি তার মন্তব্যে অটল থাকেন। তিনি বলেন, মি. পুতিনের পদক্ষেপে তিনি তার “নৈতিক ক্ষোভ” প্রকাশ করে ওই মন্তব্য করেছিলেন।

আজও টোকিওর সংবাদ সম্মেলনে তিনি যেটা বলতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে সেটা হল “আমি তাইওয়ানের ক্ষেত্রে এটা ঘটতে দেব না”।

তাইওয়ান বিষয়ে আমেরিকান সরকারের সরকারি অবস্থান হল “কৌশলগত ধোঁয়াশা” বজায় রাখা - বলছেন মি. উইংফিল্ড-হেইস। অর্থাৎ তাইওয়ানের প্রতিরক্ষার ব্যাপারে আমেরিকা কোন প্রতিশ্রুতি দিচ্ছে না, কিন্তু তারা যে তা করবে না তাও তারা বলছে না। এর একটা উদ্দেশ্য হল চীনকে অনুমান-নির্ভর করে রাখা।

তবে চীন যতই শক্তিশালী হয়ে উঠছে, ততই তাইওয়ানের জন্য চীনা আক্রমণের আশংকা আরও বাস্তব হয়ে উঠছে। এবং এ বিষয়ে বিশ্বের কণ্ঠও আরও জোরেশোরে শোনা যাচ্ছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সম্প্রতি বলেছেন এখন সময় হয়েছে অমেরিকার বেইজিংকে স্পষ্ট করে তাদের মনোভাব জানিয়ে দেবার এবং বলার যে আমেরিকা তাইওয়ানকে প্রতিরক্ষা জোগাবে।

তবে কোন কোন বিশ্লেষক মনে করছেন এটা খুব একটা সুবিবেচনার কাজ নয়, কারণ এতে করে চীন এই দ্বীপটি আবার অধিগ্রহণের পরিকল্পনা ত্বরান্বিত করতে উৎসাহিত হতে পারে।

তবে ওয়াশিংটন ও টোকিওর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগত পর্যায়ে তাইওয়ানে চীনের সামরিক কার্যকলাপ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং এই হুমকি মোকাবেলায় নতুন কোন কৌশল কাজ করবে কিনা তা নিয়ে স্পষ্ট কোন দিক নির্দেশনা দিতে পারছেন না বলে বলছেন বিবিসির জাপান সংবাদদাতা।

চীন আর তাইওয়ানের মধ্যে সম্পর্ক এত খারাপ কেন? ১৯৪০এর দশকে এক গৃহযুদ্ধের সময় চীন এবং তাইওয়ান বিভক্ত হয়ে যায়, তবে বেইজিং জোর দিয়ে বলে যে কোন সময়ে তারা এই দ্বীপটি পুনর্দখল করবে, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে।
তাইওয়ান প্রশাসিত হয় কীভাবে? এই দ্বীপের নিজস্ব সংবিধান রয়েছে, রয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। তাদের সশস্ত্র বাহিনীতে সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় তিন লক্ষ।
তাইওয়ানকে স্বীকৃতি দেয় কোন দেশগুলো? হাতে গোণা কয়েকটি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়। বেশিরভাগ দেশই বেইজিংএ চীনা সরকারকে স্বীকৃতি দেয়। তাইওয়ানের সাথে আমেরিকার কোন আনুষ্ঠানিক সম্পর্ক নেই, কিন্তু আমেরিকায় একটি আইন আছে, যে আইনে তাইওয়ানকে তাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দেয়ার বিধান রয়েছে।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
ট্রাম্পের শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম? ট্রাম্পের শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম?
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ট্রাম্পের শুল্ক আরোপ কি প্রভাব পড়বে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ট্রাম্পের শুল্ক আরোপ কি প্রভাব পড়বে
মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি না হলে ইরানে বোমা হামলার ট্রাম্পের ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি না হলে ইরানে বোমা হামলার ট্রাম্পের
ভারত মহাসাগরে মার্কিন পারমাণবিক যুদ্ধবিমান, লক্ষ্য ইরান? ভারত মহাসাগরে মার্কিন পারমাণবিক যুদ্ধবিমান, লক্ষ্য ইরান?
যুক্তরাষ্ট্রে ‘গ্রিন কার্ড’ প্রক্রিয়া স্থগিত যুক্তরাষ্ট্রে ‘গ্রিন কার্ড’ প্রক্রিয়া স্থগিত
বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
যুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযান নিয়ে গ্রুপ চ্যাট নিয়ে হইচই যুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযান নিয়ে গ্রুপ চ্যাট নিয়ে হইচই

আর্কাইভ

শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
ইউরোপ-আমেরিকার মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা করতে হচ্ছে বাংলাদেশকে
পাপুয়া নিউ গিনির উপকূলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা-গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার- জাতিসংঘ
মোদিকে যে উপহার দিলেন ইউনূস
প্রথম ধাপে ২ লাখ রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার
থাইল্যান্ডে নৈশভোজে পাশাপাশি ইউনূস-মোদি
ট্রাম্পের শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম?
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে ‘ঝড়ের আভাস’