রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনীয় বন্দরনগরীতে ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনীয় বন্দরনগরীতে ক্ষেপণাস্ত্র হামলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনের আঞ্চলিক প্রশাসনের সের্হি ব্রাচুক নামে এক মুখপাত্র স্থানীয় টেলিভিশনকে এই কথা বলেন।
শনিবার ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ব্রাচুক বলেন, ওডেসা শহরকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর আগে একই দিন সকালে ওডেসা অঞ্চলের পার্শ্ববর্তী এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল।
নতুন এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে। কিন্তু প্রায় একমাসেও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। এ সময় রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে। পরে রাশিয়া জানায়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে অভিযানে মনোযোগ দেবে। এখন দনবাসকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক তৎপরতা চলছে।