বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত- ডনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত- ডনাল্ড ট্রাম্প
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্ক রাজ্যের একটি আদালত। তার ব্যবসায়ীক কার্যক্রম নিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে চাওয়া কাগজপত্র দাখিলে ব্যর্থ হওয়ায় ট্রাম্প এই পরিণতির মুখোমুখি হলেন। যুক্তরাষ্ট্রের একজন বিচারক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ব্যবসায়িক কার্যক্রমের ফাইল তদন্তের জন্য পেশ করতে ব্যর্থ হওয়ায় আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছেন।
বিচারপতি আর্থার এনগোরন বলেছেন, ট্রাম্প যতক্ষণ না আদালতের নির্দেশনা মানবেন ততদিন দিনে দশ হাজার ডলার করে জরিমানা দেবেন।
ট্রাম্প কিছু নথি উপস্থাপনের জন্য মার্চের সময়সীমা মানতে ব্যর্থ হওয়ায় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার আর্জি করেছিলেন।
ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেছেন, যে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
অ্যাটর্নি আলিনা হাব্বা আদালতে বলেন, ‘মাননীয় আদালত আপনি এবং অ্যাটর্নি জেনারেল আমরা যা যা করিনি বলে বলেছেন, আসলে তা আমরা করেছি। … খুব আন্তরিকভাবে অনুসন্ধানের পরে জমা দেওয়ার মতো আর কোনো প্রাসঙ্গিক নথি আমরা পাইনি