শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
BBC24 News
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে ডাকাতি-ছিনতাই
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে ডাকাতি-ছিনতাই
৪৩৭ বার পঠিত
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে ডাকাতি-ছিনতাই

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে বাঙালি প্রধান জ্যাকসন হাইটস এলাকায় ডাকাতির ঘটনা বাড়ছে। একের পর এক ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির সাথে সাথে চুরি ও ছিনতাইও নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে বলে অভিযোগ করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, চুরি-ডাকাতি রোধে পর্যাপ্ত পুলিশি তৎপরতা না থাকায় বেড়েছে এসব ঘটনা। অপর দিকে পুলিশ বলছে, তারা প্রতিটি ঘটনা সম্পর্কে অবহিত আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পুলিশ এ ব্যাপারে সব সময় সর্তক থাকছে বলে জানান হয়েছে।
সাম্প্রতিক সময়ে জ্যাকসন হাইটসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। জ্যাকসন হাইটসের ৭২ ষ্ট্রীট ও ৩৭ এভিনিউতে এ রকম একটি ঘটনা ঘটে। ওই দিন রাত আনুমানিক দেড়টার দিকে নিউইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, একজন ডিজে ব্যবসায়ী ডাকাতির মুখে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বিবিসি নিউজ ২৪ জানান, কাজ শেষে রাতে বাড়ি ফেরার জন্য ৭০ ষ্ট্রীটে পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় ৪ জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪৬০ ডলার, মোবাইল ফোন ও ওয়ালেট লুটে নেয়। এর পর ওই ব্যবসায়ীর বুকে অস্ত্র ধরে ক্রেডিট কার্ড ও ব্যাংক ডেবিট কার্ডের পাসওয়ার্ড জেনে নেয়। তিনি জানান, তার কার্ড থেকে সেই দিন রাতেই দূর্বৃত্তরা বিভিন্ন ষ্টোর থেকে প্রায় ৬০ হাজার ডলারের কেনাকাটা করে। পরের দিন ডাকাতরা সেই ব্যবসায়ীকে হুমকি দিয়ে আরো ৫০ হাজার ডলার দাবী করে। নইলে তার ফোনে পাওয়া তার ব্যক্তিগত সব তথ্য প্রকাশ করে দেয়ার হুমকি দেয়। এই ঘটনায় সেই ব্যবসায়ী এখনও আতঙ্কে রয়েছেন।
জ্যাকসন হ্ইাটসে সম্প্রতি আরও দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই ঘটেছে জ্যাকসন হাইটসের ৭০ ষ্ট্রীট ও ৩৭ এভিনিউতে। একটি মল্লিকা ষ্টোরে এবং অপরটি একটি নিউজষ্ট্যান্ডে।
এছাড়াও গত দুই মাসে জ্যাকসন হাইটসে আরও তিনটি ডাকাতির খবর জানা গেছে। ঘটনার কথা পুলিশ, পত্রিকা বা সোস্যাল মিডিয়ায় জানালে তাদের উপর আরও বিপদ আসতে পারে সেই আশঙ্কায় ভুক্তভোগীরা তা প্রকাশ করছেন না। শুধু এই একটি-দুটি ডাকাতির ঘটনাই নয়, সম্প্রতি চুরি ও ছিনতাইও বেড়ে গেছে জ্যাকসন হাইটসে। বিগত কয়েক বছরের চাইতে বর্তমান সময়ে এসব অপরাধ বেড়েছে অনেকগুণ বেশী। অভিজ্ঞরা বলছেন, করোনাকালে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যার ফলে নানা ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে। একজন সমাজকর্মী বিবিসি নিউজ ২৪ বলেন, দুর্র্বৃত্তরা ৩/৪ জন একত্রিত হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। যাদের টাকা-পয়সা, সোনা, দামী মোবাইল আছে বলে মনে হয়, তাকেই দুর্বৃত্তরা টার্গেট করে। তারপর সময় ও সুযোগ বুঝে তার সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করতেও দ্বিধা করছে না।



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর