মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ সদস্য ফরম পূরণ করলো ইউক্রেন
ইইউ সদস্য ফরম পূরণ করলো ইউক্রেন
বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব মুকুল,ইইউ প্রতিনিধিঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য হওয়ার জন্য প্রশ্নমালা পূরণ করেছে ইউক্রেন। এটি ব্লকের সদস্য হওয়ার জন্য শুরুর পদক্ষেপ। এই ফরমের ওপর ভিত্তি করে ইইউ সিদ্ধান্ত নেবে ইউক্রেন সদস্যপদ দেওয়া হবে কিনা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপ-প্রধান এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন ৮ এপ্রিল কিয়েভ সফরকালে এই প্রশ্নমালা ফরম জেলেনস্কির কাছে হস্তান্তর করেন। ওই সময় তিনি ইউক্রেনকে সদস্য করার জন্য দ্রুততর প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জেলেনস্কির কার্যালয়ের উপ-প্রধান ইহর ঝোভকভা রবিবার সন্ধ্যায় বলেন, আজ আমি বলতে পারি যে, ইউক্রেনের পক্ষ থেকে নথিটি পূরণ সম্পন্ন হয়েছে।
ইউরোপীয় কমিশনকে ইউক্রেনের প্রয়োজনীয় সদস্যপদের যোগ্যতার বিষয়ে একটি সুপারিশ জারি করতে হবে বলেও জানান তিনি।
ঝোভকভা আরও বলেন, আমরা আশা করছি এই সুপারিশ ইতিবাচক হবে। এরপর বল থাকবে ইইউ সদস্য রাষ্ট্রের কাছে।
তিনি জানান, ইউক্রেন প্রত্যাশা করছে জুনে ইউরোপীয় কাউন্সিলের নির্ধারিত বৈঠকে সদস্যপদ প্রার্থী হিসেবে বিবেচিত হবে।
ইউরোপিয়ান কাউন্সিলের সম্ভাব্য বৈঠক ২৩-২৪ জুন অনুষ্ঠিত হতে পারে।