বিবিসি২৪নিউজ,দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের পলাশতলী গ্রামের সনাতন ধর্মের এক ব্যাক্তির সাথে জমি সংক্রান্ত বিরোধে ঘরে হামলা বাদীকে মারধর ক্ষতি সাধন করায় থানায় মামলা করা হয়েছে। মামলা নং ১১ তারিখ-০৬.০৪.২০২২ইং। মামলার বাদী শ্রী খোকন চন্দ্র সরকার, পিতা শ্রী নগেন্দ্র চন্দ্র সরকার তার অভিযোগ সূত্রে জানাযায় একই এলাকার বিবাদী হাসেন আলী (৫০) ও শহিদুল ইসলাম (৪০) গং ধানীখোলা মৌজার দখলীয় জমি যার আর ও আর ৩৩৯৭ বি আর এস ৫৭০১ খরিজা ১২৫৫৮ এর অধীনে ১৭৮৮২ দাগের ২৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধে বিবাদীরা শত্রুতা করে আসছিল এবং বিবাদীরা বিগত মৌসুমে এই জায়গাতে জোর পূর্বক ধানের চারা রোপন করিলে বিজ্ঞ আদালতে স্বরণাপূর্ণ হয়ে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মামলা করলে ত্রিশাল থানা পুলিশ নোটিশ জারী করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল সরেজমিন তদন্ত পূর্বক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দিলে দখলীয় জমিতে ঘর তুলে বসবাস করে আসছিল।
এমতাবস্থায় বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে নতুন স্থাপনায় বাদীর উপর হামলা করে মারধরসহ অর্থনীতিক ভাবে ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে বিবাদী খোকন চন্দ্র সরকার বলেন, পর্বের ঘটনায় ক্ষতি সাধনে আমি থানায় মামলা করেছি এর জের ধরে উক্ত জায়গাতে নতুন স্থাপন করা ঘরটিতে বিবাদীরা ১৪ এপ্রিল ২০২২ ইং তারিখ রাতে আগুন দিয়ে আসবাবপত্র ও বিছানা সহ সবকিছু পুড়ে দিয়েছে। এ ব্যপারে আমি থানা পুলিশকে অবগত করেছি এবং আরেকটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।