বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন দখলের উচ্চাকাঙ্ক্ষা পুতিনের রয়েছে-ন্যাটো মহাসচিব
ইউক্রেন দখলের উচ্চাকাঙ্ক্ষা পুতিনের রয়েছে-ন্যাটো মহাসচিব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখলের উচ্চাকাঙ্ক্ষা বদলেছেন— এমনটা মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটোর (ন্যাটো) মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
বুধবার বিকেলে ব্রাসেলসে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।
এদিন বিকেলে ন্যাটোর সদস্য দেশেগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে জড়ো হয়েছেন।
সেখানে ন্যাটো মহাসচিব বলেন, পুরো ইউক্রেন দখলে প্রেসিডেন্ট পুতিনের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, তা বদলেছে এমন কোনো নমুনা এখন পর্যন্ত আমরা দেখিনি। এ ছাড়া তিনি আন্তর্জাতিক আইন নতুন করে লিখতে চান।
তিনি আরও বলেন, ইউক্রেনকে ন্যাটোর সমর্থন করা জরুরি। এ ছাড়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা এবং জোটের প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে হবে আমাদের।
স্টোলটেনবার্গ আরও বলেন, এ যুদ্ধ দীর্ঘদিন স্থায়ী হতে পারে। আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে।
২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসন ৪২ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ পালিয়েছে। লড়াই বন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কোনো সমাধান আসেনি। সম্প্রতি রাশিয়া তাদের লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনায় এগোচ্ছে।