বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে জেএফকে ও লাগোর্ডিয়ার ট্যাক্সি ভাড়া বাড়ছে
যুক্তরাষ্ট্রে জেএফকে ও লাগোর্ডিয়ার ট্যাক্সি ভাড়া বাড়ছে
বিবিসি২৪নিউজ, মো. সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকে : ইয়েলো ট্যাক্সির ভাড়া বাড়ছে। জেএফকে এয়ারপোর্ট থেকে ম্যানহাটান কিংবা ম্যানহাটান থেকে জেএফকে পর্যন্ত ওয়ানওয়ের ফ্লাট ভাড়া বাড়িয়ে করা হচ্ছে ৬৫ ডলার। বর্তমানে এ ভাড়া হচ্ছে ৫২ ডলার। করোনার কারণে ট্যাক্সি ব্যবসায় যে ধস নেমেছিল তা এখনও কাটেনি। ইয়োলো ক্যাব ড্রাইভাররা প্রতিদিন রাস্তায় লড়াই করছে জীবনজীবিকার তাগিদে। গাড়ির লিজের পর নিজের জন্য আয় করতে টানা ১২ ঘন্টা কাজ করতে হচ্ছে তাদের। এর পরও শিফট শেষে ১০০ ডলারও নিয়ে ঘরে ফিরতে পারছেন না তারা। এমতাবস্থায় জেএফকে ও লার্গোডিয়া এয়ারপোর্টের ভাড়া বৃদ্ধিতে ক্যাব ড্রাইভারদের কিছুটা হলেও স্বস্তি আসবে। আয়ের সাথে যুক্ত হবে আরও কয়েকটি ডলার।
ট্যাক্সি ও লিমোজিন কমিশনের প্রস্তাবে লাগোর্ডিয়া এয়ারপোর্টের ভাড়াও ফ্লাট করা হচ্ছে। এতদিন যাত্রীরা মিটার ফেয়ারে ট্যাক্সিতে উঠতেন। নতুন প্রস্তাবে বলা হয়েছে, লাগোর্ডিয়া এয়ারপোর্ট থেকে ম্যানহাটনের ১১০ স্ট্রিটের দক্ষিণে যেকোন স্থানে গেলে ভাড়া দিতে হবে ৩৯ ডলার। জেএফকে ও লাগোর্ডিয়ার পথে যে কোন ব্রিজ বা টানেলের টোল যাত্রীকে আলাদা প্রদান করতে হবে। এর সাথে যুক্ত হবে যাত্রীর দেয়া টিপস।
নতুন এই ভাড়া কার্যকর হলে সব মিলিয়ে ম্যানহাটান থেকে জেএফকে’র জন্য মোট ভাড়া হবে ৮০ ডলারের কাছাকাছি। আর লাগোর্ডিয়ার জন্য ৬০ ডলারের মতো। ভাড়ার এই নতুন প্রস্তাবের ওপর টিএলসি পাবলিক হিয়ারিং এর আয়োজন করেছে। আগামী ৫ এপ্রিল সকাল ১০টায় এই হিয়ারিং অনুষ্ঠিত হবে। এতে অনলাইন জুমে অংশ নিতে হবে। টিএলসি প্রত্যেক ড্রাইভারকে এতে অংশ নিতে ই-মেইল বার্তা পাঠিয়েছে। উল্লেখ্য প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশি ইয়েলো ক্যাব ড্রাইভিং এর সাথে জড়িত রয়েছেন।