রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক বৈঠকে প্রাধ্যান্য পাবে যে-সব বিষয়?
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক বৈঠকে প্রাধ্যান্য পাবে যে-সব বিষয়?
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া ওয়াশিংটনে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মোমেন-ব্লিংকেনের ওই বৈঠকটি হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি পণ্যের আরও সুবিধা নিশ্চিত করা, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়াসহ দ্বিপক্ষীয় কিছু বিষয় আলোচনায় আসবে।
শনিবার রাতেই ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তার এই সফর।
দ্বিপক্ষীয় এই বৈঠকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের অবস্থান এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা করতে পারে বলে সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্র থেকে আভাস পাওয়া গেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের তরফে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি আকসা ও জিসোমিয়ার প্রসঙ্গও বৈঠকে উত্থাপন হতে পারে। এই দুটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র জোর দিতে পারে। সবমিলিয়ে দ্বিপক্ষীয় এই আলোচনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হবে বলেই আশা করা হচ্ছে।