শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
BBC24 News
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি-ইমরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি-ইমরান
৪৬৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি-ইমরান

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দেশটির কোনো প্রধানমন্ত্রীই তাদের ক্ষমতার মেয়াদ কখনো পূর্ণ করে যেতে পারেননি। মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাজনৈতিক কিংবা সামরিক অস্থিরতার মুখে বিদায় নিতে হয়েছে তাদের।

এর ধারাবাহিকতায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ২০১৮ সালে ক্ষমতায় আসা তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
সম্প্রতি পাকিস্তানে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং পররাষ্ট্রনীতিতে বিপর্যয়ের অভিযোগ এনে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দিয়েছেন বিরোধীরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) অনাস্থা প্রস্তাবের ওপর জাতীয় পরিষদে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।
আর ঠিক এই সময় ক্ষমতাসীন জোটের ছোট ছোট দলগুলোর পাশাপাশি নিজের দলের সদস্যদেরও পাশে রাখতে বেগ পোহাতে হচ্ছে ইমরানকে।

এর মধ্যে অভিযোগ তোলা হয়েছে, পিটিআই সরকারকে হুমকি দিয়ে কোনো একটি উৎস থেকে চিঠি দেওয়া হয়েছে। গত ২৭ মার্চ পিটিআইয়ের এক সমাবেশে প্রধানমন্ত্রী ইমরান এই অভিযোগ করেন। তিনি বলেন, তার সরকার উৎখাতের প্রচেষ্টায় বিদেশি শক্তি জড়িত। আর এই কাজে পাকিস্তানেরই কিছু মানুষকে ব্যবহার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম টুইটারে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইমরান। ‘হুমকি চিঠি’র বিষয়ে আলোচনা করতেই ইমরানের এই তলব। তবে এর আগে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন ইমরান। অন্যদিকে তার অভিযোগের ভিত্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের কোনো সরকারি সংস্থা বা কর্মকর্তা পাকিস্তান সরকারকে কোনো চিঠি দেয়নি।

এদিকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগেই দেশটির রাজনীতি নাটকীয় মোড় নিয়েছে। ক্ষমতাসীন দলের প্রধান মিত্রজোট মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) যোগ দিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে পার্লামেন্টে ভোট দিতে চুক্তিও করেছে দল দুটি। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ইমরানের গদি বাঁচানোর লড়াই ক্রমেই জটিল হচ্ছে। আর ঘোরতর এ বিপদের দিনে একে একে সহযোগীরা তাকে ছেড়ে যাচ্ছেন। হাত মেলাচ্ছেন সরকারের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবিতে গড়ে উঠা বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সঙ্গে।

ইমরানের পিটিআই সরকারকে উৎখাত করতে বিরোধীরা যেভাবে জোটবদ্ধ হচ্ছেন তাতে দেখা যাচ্ছে, এমকিউএম বিরোধী দলের সঙ্গে চুক্তি করায় দেশটির জাতীয় পরিষদে পিডিএমের সদস্য সংখ্যা এখন ১৯৯ জনে পৌঁছেছে। অন্যদিকে ইমরান সরকারের সদস্য সংখ্যা কমে ১৪২-এ দাঁড়িয়েছে। জোটসঙ্গীদের নিয়ে ক্ষমতায় আসার সময় পিটিআইয়ের সদস্য সংখ্যা ছিল ১৭৯ জন।

পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে জিততে কমপক্ষে ১৭২ সদস্যের সমর্থন প্রয়োজন। অবশ্য ইমরানকে ক্ষমতাচ্যুত করতে এখন পিটিআইয়ের কোনো সদস্যের সমর্থনের প্রয়োজন নেই পিপিপি নেতৃত্বাধীন বিরোধীদের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ইমরান তার মেয়াদ শেষ করতে পারবেন, নাকি তার আগেই বিদায় নিতে হবে- সেটা ৩ মার্চের পরই হয়তো জানা যাবে।



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর