শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১
BBC24 News
সোমবার, ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্কার ২০২২ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জাপানের”ড্রাইভ মাই কার”
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্কার ২০২২ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জাপানের”ড্রাইভ মাই কার”
৬৯৩ বার পঠিত
সোমবার, ২৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্কার ২০২২ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জাপানের”ড্রাইভ মাই কার”

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ ৯৪তম অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতলো জাপানের ‘ড্রাইভ মাই কার’। এটি পরিচালনা করেছেন রিয়ুসুকে হামাগুচি। তার হাতে ট্রফি তুলে দিয়েছেন আমেরিকান অভিনেত্রী টিফানি হ্যাডিশ ও কানাডিয়ান অভিনেতা সিমু লিউ।

‘ড্রাইভ মাই কার’ হলো অস্কারের সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত প্রথম জাপানি ছবি। এর জয় মোটামুটি নিশ্চিত ছিল বলা যায়। বাফটা, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডস এবং ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতেছে এটি। এবার দেশের জন্য অস্কার নিয়ে যাবেন রিয়ুসুকে হামাগুচি।

জাপানিজ কথাসাহিত্যিক হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘ড্রাইভ মাই কার’। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন একজন অভিনেতা-নাট্য নির্দেশককে কেন্দ্র করে ছবিটির গল্প। স্ত্রীকে হারানোর দুই বছর পর আন্তন চেখভের ‘আঙ্কেল ভানিয়া’র নাট্য প্রযোজনা নির্দেশনা দিতে প্রিয় গাড়ি নিয়ে হিরোশিমায় যায় সে। পথে যেতে যেতে নারী গাড়িচালকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার।

এবারের অস্কারে সেরা পরিচালক ও সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য শাখাতেও মনোনয়ন পেয়েছেন রিয়ুসুকে হামাগুচি। ছবিটির সুবাদে ৭৪তম কান উৎসবে সেরা চিত্রনাট্যকার পুরস্কার জেতেন তিনি।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবার সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায় আরও মনোনয়ন পেয়েছে ‘ফ্লি’ (ডেনমার্ক), ‘দ্য হ্যান্ড অব গড’ (ইতালি), ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’ (ভুটান)এবং ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে)।

তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তারকারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) শুরু হয় এই আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিন জন নারী।

হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হচ্ছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে। আটটি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করেন অভিনেতা জশ ব্রোলিন ও জেসন মোমোয়া।

ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করছেন অনুষ্ঠানটি। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গোটা আয়োজন।

মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর