বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন টিকে থাকবে, পুতিন থাকবে না : যুক্তরাষ্ট্র
ইউক্রেন টিকে থাকবে, পুতিন থাকবে না : যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, (ওয়াশিংটন) যুক্ত রাষ্ট্র থেকেঃ মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর। মস্কোর এই অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়েই বাড়ছে ক্ষোভ।
পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন তার আগের অবস্থানেই রয়েছেন।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন ‘ভ্লাদিমির পুতিনের চেয়ে অনেক বেশি দিন’ টিকে থাকবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লিংকেন এই মন্তব্য করেন বলে বুধবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যদ্বাণী করে বলেন, স্বাধীন (দেশ হিসেবে) ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশি দিন টিকে থাকবে।
তার ভাষায়, ‘প্রথমত, এমন একটি স্বাধীন ইউক্রেন হতে চলেছে, যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে অনেক বেশি স্থায়ী হবে। ’
সিএনএন’র উপস্থাপক ওলফ ব্লিটজারকে অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, ‘যেভাবেই হোক, (পৃথিবীতে) ইউক্রেন টিকে থাকবে এবং একপর্যায়ে পুতিন থাকবে না। ’