মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি
ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি।
আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অনুসন্ধান কমিটি ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জমা দেবে।
এই ১০ জনের মধ্য থেকে ১ জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানে বলা আছে, কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
অনুসন্ধান কমিটির চূড়ান্ত তালিকায় কাদের নাম আছে, সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রিপরিষদ সচিব।এর আগে অনুসন্ধান কমিটির একটি সূত্র জানিয়েছিল, আগের বৈঠকে ১২–১৩ জনের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল সেখানে সামরিক ও বেসামরিক সাবেক আমলা, সাবেক বিচারক ও শিক্ষকের নাম রয়েছে।
এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ১০ জনের নাম ঠিক করতে অনুসন্ধান কমিটি এ পর্যন্ত ৭টি সভা করেছে। এ ছাড়া চারটি সভা করেছে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে।
নাম বাছাইয়ে অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম দেওয়ার অনুরোধ করেছিল। ব্যক্তিপর্যায়েও নাম আহ্বান করা হয়। ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করে কমিটি। এরপরও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে। ৩ শতাধিক নামের মধ্য থেকে ১০ জনের নাম আজ চূড়ান্ত করা হলো।