রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আইনের আওতায় আসবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান
বাংলাদেশে আইনের আওতায় আসবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানত (সংশোধন) আইন, ২০২২–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে এটি পাস হলে ব্যাংকের মতো অন্য সব আর্থিক প্রতিষ্ঠানকেও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে; যাতে প্রতিষ্ঠানটি সংকটে পড়লে গ্রাহকেরা সেখান থেকে একটি নির্ধারিত পরিমাণ টাকা পেতে পারেন।
আজ রোববার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এত দিন ব্যাংকে টাকাপয়সা রাখায় একটি সুরক্ষা ছিল। কিন্তু বিভিন্ন লিজিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যাঁরা ডিপোজিট (জমা) করতেন, তাঁদের সুরক্ষা ছিল না। এ জন্যই বিদ্যমান আইন সংশোধন করা হচ্ছে। এর ফলে ব্যাংক ছাড়াও অন্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা এটির আওতায় আসবে।
ব্যাংকের মতো তাদেরও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত হতে হবে। তিনি আরও বলেন, এর ফলে যদি ওই আর্থিক প্রতিষ্ঠান উঠে যায় বা অন্য কিছু হয়ে যায়, তাহলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকে রাখা ওই ডিপোজিট থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাবেন।
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন, ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত কারিগরি সহায়তা চুক্তি শীর্ষক খসড়া চুক্তির ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ প্রণয়নসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।