শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন থেকে রাশিয়ার কূটনীতিকদের প্রত্যাহারের নির্দেশ
ইউক্রেন থেকে রাশিয়ার কূটনীতিকদের প্রত্যাহারের নির্দেশ
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলা অত্যাসন্ন বলে অজুহাত তুলে পোল্যান্ডে আরো তিন হাজার সেনা পাঠিয়েছে আমেরিকা।এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পূর্ব ইউরোপে পাঠানো মার্কিন সেনার সংখ্যা ছয় হাজারে পৌঁছাল।
রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ। একইসঙ্গে মার্কিন নাগরিকদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগ করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
আমেরিকার দেখাদেখি ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ আরো কিছু দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে।এসব দেশের কোনো কোনোটি এরইমধ্যে তাদের কূটনীতিকদের কিয়েভ থেকে সরিয়ে নিয়েছে।
রুশ বার্তা সংস্থা রিয়ানোভোস্তির বরাত দিয়ে বিবিসি দাবি করেছে, রাশিয়াও ইউক্রেন থেকে তার কূটনীতিক ও দূতাবাস কর্মীদের মস্কোয় ফিরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করার বিষয়টিকে ব্যাখ্যা করার অজুহাত খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়া বলছে, পশ্চিমা দেশগুলো পূর্ব ইউরোপে নিজেদের ‘আগ্রাসী পদক্ষেপ’কে বৈধ করার জন্য রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে জনমতকে বিভ্রান্ত করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে এই মর্মে মিথ্যা প্রচারণা শুরু করেছে যে, দেশটি ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়।এই প্রচারণার মাধ্যমে পশ্চিমা দেশগুলো আসলে তাদের রাশিয়া-অভিমুখী আগ্রাসী আচরণ আড়াল করতে চায়।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই।