টিকা নাও, নইলে ক্রিকেট ছাড়ো
বিবিসি২৪নিউজ, ক্রীড়া ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ‘অনূর্ধ্ব-১৯ খায়া মাজোলা সপ্তাহ।’ এই বিশেষ সপ্তাহের ক্রিকেট টুর্নামেন্টে যেসব তরুণ ক্রিকেটাররা অংশ নিবেন তাদের জন্য কড়া বার্তা দিয়ে রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টিকা বাধ্যতামূলক করা হয়েছে খেলোয়াড়দের জন্য। তারা হয় টিকা নিবে, না হয় ক্রিকেট ছাড়বে।
এ বিষয়ে এক কর্মকর্তা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাগাজিনকে বলেন, ‘আসলে আমরা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে খেলোয়াড়দের অবশ্যই টিকা নিতে হবে। না হয় তাদের নিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হবে না। তারা হয় টিকা নিবে, না হয় ক্রিকেট ছাড়বে।’
এছাড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ইয়ুথ ক্রিকেট ম্যানেজার জানিয়েছেন, সকল খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে এবং প্রত্যেককে দুইবার করে করোনা পরীক্ষা করা হবে।
খায়া মাজোলা সপ্তাহে প্রত্যেক খেলোয়াড় চাইলে তাদের বাবা ও মাকে নিয়ে আসতে পারবে। তবে তাদেরকে অবশ্যই করোনার টিকা দেওয়া থাকতে হবে।
টিকা না নেওয়ায় বেশ কয়েকজন খেলোয়াড়কে খায়া মাজোলা সপ্তাহের টুর্নামেন্টে খেলতে দেওয়া হয়নি