বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » খালেদাকে বিদেশে চিকিৎসার যাওয়ার আইনগত সুযোগ নেই: আইনমন্ত্রী
খালেদাকে বিদেশে চিকিৎসার যাওয়ার আইনগত সুযোগ নেই: আইনমন্ত্রী
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার(১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে বিএনপির সদস্য জি এম সিরাজ পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তবে্য খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির দাবি জানান।
এরপর আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে।
এই ৪০১ ধারায় কোনো বিষয়ে নিস্পত্তির পর আবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আইন মোতাবেক বলছি।