বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বহু দিনের প্রতীক্ষার অবসান, অবশেষে ম্যালেরিয়ার টিকা অনুমোদন দিল- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বহু দিনের প্রতীক্ষার অবসান, অবশেষে ম্যালেরিয়ার টিকা অনুমোদন দিল- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো ম্যালেরিয়ার টিকা অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে করে প্রতিবছর আফ্রিকায় লাখো শিশুর মৃত্যু ঠেকানোর পথ তৈরি হল।
বিবিসির তথ্য অনুসারে একশ বছরের বেশি সময় ধরে চেষ্টার পর ম্যালেরিয়ার একটি কার্যকর টিকা তৈরি হলো।
মশাবাহিত এ রোগে প্রতি বছর বিশ্বের প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়। যাদের বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার। এদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৬০ হাজারের বেশি।
ম্যালেরিয়ার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের পরজীবী। আর এ রোগ মানুষের শরীরের পৌঁছায় স্ত্রী-অ্যানোফিলিস মশার মাধ্যমে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সাব-সাহারা আফ্রিকার মত যেসব এলাকায় ম্যালেরিয়ার মাঝারি থেকে উচ্চ প্রকোপ দেখা যায়, সেখানে এই টিকা প্রয়োগ করা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, শিশুদের জন্য ম্যালেরিয়া টিকার প্রতীক্ষা বহু দিনের। বিজ্ঞান, শিশু স্বাস্থ্য ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এটা যুগান্তকারী ঘটনা। এই টিকা প্রতিবছর লাখো মানুষের জীবন বাঁচাতে পারে।