সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আলোচিত সংবাদ | পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » চোখ বেঁধে ২১ হাজার ফুট উঁচুতে বেলুনের মাঝে হেঁটে গেলেন যুবক
চোখ বেঁধে ২১ হাজার ফুট উঁচুতে বেলুনের মাঝে হেঁটে গেলেন যুবক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব রেকর্ড সৃষ্টির জন্য তো মানুষ কত কিছুই করে। তবে বিশ্ব রেকর্ডে নাম উঠানোর জন্য জীবন বাজি রেখে এই ব্যক্তি যা করেছেন তা অনেকের কাছেই ভয়ংকর মনে হতে পারে।
সম্প্রতি গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ এক দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা গেছে মাটি থেকে ২১ হাজার ফুট উঁচুতে উড়ছে দুইটা হট এয়ার বেলুন। বেলুন দুটির মাঝে রয়েছে একটা সরু বিম। আর সেই সরু বিমের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন হাওয়ার্ড মাইক হওয়ার্ড নামে এক ব্যক্তি। লম্বা বিমের মাঝামাঝি গিয়ে তিনি চোখ বেঁধে ফেলেন। তারপর চোখ বেঁধেই পাড়ি দেন বাকি পথ।
২০০৪ সালের ধারণ করা ওই ভিডিও সম্প্রতি গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। লোমহর্ষক ওই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ৮০ হাজারের বেশিবার। নানা ধরনের মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। কেউ কেউ মাইকের সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকেই এই ধরনের বিপজ্জনক কাজের জন্য তার সমালোচনা করেছেন।