সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতি সঠিক ছিলো না-মন্ত্রিপরিষদ সচিব
বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতি সঠিক ছিলো না-মন্ত্রিপরিষদ সচিব
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বরিশালের ঘটনায় সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির ভাষা সঠিক ছিলো না।
সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বরিশালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে।’
বরিশালের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কালকে (রোববার) একটা মিটিং ছিল, সেখানে আমি যখন কথা বলেছি, সচিব যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা, তারা সবাই এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। ল্যাংগুয়েজ এমন হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে যারা ছিলেন তারাও এগ্রি করছে।’
সচিব বলেন, ‘এ বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি, মিস কমিউনিকেশন থেকেই শুরু। ফিল্ড লেভেলের সবাইকে ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, রেগুলারলি ইন্টারেকশন করার জন্য।’
তিনি বলেন, ‘যেখানে ইন্টারেকশন কম হয়, সেখানে এ ধরনের মিস কমিউনিকেশনের কারণে এ ধরনের ঘটনা ঘটে। এগুলো যাতে না ঘটে, তাদের বলা হয়েছে, আপনারা নিজেরা আগে বসেন, বসে দেখেন সলভ করা যায় কি না। যদি আপনারা নিজেরা সলভ করতে না পারেন, আইন তো আছেই। সবাই তো ফিল্ডে কাজ করছে। ইন্টারেকশন থাকতে হবে।’