শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে সেনা প্রত্যাহার নিয়ে অটল বাইডেন
আফগানিস্তানে সেনা প্রত্যাহার নিয়ে অটল বাইডেন
বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ আফগানিস্তান তালিবানের দ্রুত দখল এবং আমেরিকার দীর্ঘতম লড়াই বন্ধে বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে যে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে প্রেসিডেন্ট জো বাইডেন অটল রয়েছেনI
স্তেফানোপোলিসকে বলেন এপ্রিলে সেনা প্রত্যাহারের যে ঘোষণা তিনি দিয়েছিলেন তাতে সামরিক বাহিনীর প্রস্থান ছিল তাঁর কথায় একটি “ সহজ বিকল্প” এবং এ ছাড়া কার্যকর ভাবে করার কিছুই ছিল না। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তালিবানের এতো দ্রুত ক্ষমতা দখল কেউ আশা করেনি, সে সম্ভাবনার কথা তিনি প্রত্যাহার কর্মসূচির ঘোষণার সময় থেকেই বারবার নাকচ করে আসছিলেনI
প্রেসিডেন্ট বাইডেন বলেন, “এই ধারণা যে তালিবান দখল করবে এবং ৩ লক্ষ সেনা, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং অস্ত্রে সজ্জিত করেছি, তারা হঠাত্ করে হার মানতে পারে বা হাল ছেড়ে দিতে পারে, আমার মনে হয় না এমনটি কেউ ভেবেছে”I
এ সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের নাগরিক ও আফগান মিত্রদের সুশৃঙ্খল ভাবে উদ্ধারে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের দ্রুত পতন, তাঁর বৈদেশিক নীতির মূল্যায়নে সংশয়ের জন্ম দিয়েছে, যে বৈদেশিক নীতির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে অভিজ্ঞ বলে ধরা হয়, কারণ সেনেট ফরেন রিলেশনস বিভাগে তাঁর বহু বছরের অভিজ্ঞতা রয়েছে।