রবিবার, ২৭ জুন ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটন ছাড়লেন চীনা কূটনীতিকরা
ওয়াশিংটন ছাড়লেন চীনা কূটনীতিকরা
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন থেকেঃ চীনের বর্ষীয়ান রাষ্ট্রদূত, সুই তিয়াংকাই, যিনি ২০১৩ সালের এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন, চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছেনI আমেরিকার বিশ্লেষকেরা তাঁর ৮ বছরের দায়িত্ব পালনের সময়, তিনি তাঁর দেশ ও সরকারকে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন, সেজন্য উচ্চ মার্ক দিতে চানI তবে এটাও তারা প্রশ্ন রাখেন যে, বেইজিংয়ের সিদ্ধান্ত গ্রহণের বেলায়, তিনি বা অন্য কোনো কূটনীতিক কতটুকু প্রভাব খাটাতে পারেনI
চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত, উইনস্টিন লর্ড এবং ওয়াশিংটনস্থ এশিয়া ফান্ড প্রোগ্রামের পরিচালক, বনি গ্লেসিয়ার বলেন, রাষ্ট্রদূত সুই অত্যন্ত কর্যকর এক কূটনীতিকI রাষ্ট্রদূত উইনস্টিন লর্ড বলেন, তাঁর কথায়, রাষ্ট্রদূত সুই অত্যন্ত দৃঢ়ভাবে চীনের স্বার্থ রক্ষা করেছেন, আবার তীব্র মতভেদ থাকা সত্ত্বেও, একটা আপোষ ও সংলাপের পথও সমর্থন করেছেনI
দায়িত্ব গ্রহণের সময় তিনি চীনকে সর্ববৃহৎ উন্নয়নমুখী দেশ ও যুক্তরাষ্ট্রকে সর্ববৃহৎ সমৃদ্ধশালী দেশ বলে উল্লেখ করেছিলেনI ৮ বছর পর, বেইজিং সারা বিশ্বজুড়ে আগ্রাসী মনোভাব নেয়ায় দুটি দেশের সম্পর্ক এখন সর্ব নিম্ন স্তরে এসে দাঁড়িয়েছেI বেইজিং তার আগ্রাসী নীতি বাস্তবায়নে এখন আগ্রাসী মনোভাবাপন্ন জাতীয়তাবাদী রাষ্ট্রদূতদের নিয়োগ করছেI