শুক্রবার, ১১ জুন ২০২১
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতীয় ভেরিয়েন্টের ইউরোপে বিস্তারে- হু’র হুশিয়ারি
ভারতীয় ভেরিয়েন্টের ইউরোপে বিস্তারে- হু’র হুশিয়ারি
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র আঞ্চলিক পরিচালক সমগ্র ইউরোপে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের ক্রম-বিস্তারের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যান্স কালুগা এক বক্তব্যে ওই হুশিয়ারি দেন। তিনি বলেন, করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ইউরোপে জেঁকে বসতে শুরু করেছে। তিনি করোনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের ভয়াবহতা সম্পর্কে বলেন: এই ভাইরাসের বিরুদ্ধে কোনো কোনো ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে।
এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও করোনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট সম্পর্কে হুশিয়ারি দিয়েছিলেন। উল্লেখ্য যে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের কারণে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের পরিমাণ আবারও বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই প্রজাতির করোনা-ভাইরাস অন্যান্য প্রজাতির করোনার তুলনায় অনেক বেশি সংক্রামক।
করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভেরিয়েন্ট এরইমধ্যে বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস এবং ইতালিসহ ইউরোপের বহু দেশে ছড়িয়ে পড়েছে।