রবিবার, ৬ জুন ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » রাশিয়ার সঙ্গে বাংলাদেশের টিকা কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে: রাষ্ট্রদূত
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের টিকা কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে: রাষ্ট্রদূত
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ রাশিয়ার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা স্পুটনিক-ভি কিনতে যাচ্ছে বাংলাদেশ৷ এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতোভ৷ রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন তিনি৷ বাংলাদেশে এমন তথ্য জানিয়েছে৷ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘‘আমরা টিকা সরবরাহে এবং আপনাদের জনগণকে কোভিড মোকাবেলা ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী নতুন চালান না আসায় রাশিয়া ও চীনের কাছ থেকে টিকা কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ৷ এমনকি রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছিল কবে নাগাদ টিকা পাওয়া যেতে পারে, এমন প্রশ্নের উত্তরে আলেকজান্ডার আই ইগনাতোভ বলেন, ‘‘যৌথ উৎপাদন ও সরবরাহ, দুটো দিকই আছে৷ এটা জটিল প্রক্রিয়া, তবে কোনো সমস্যা হবে না৷’’