সোমবার, ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
জনকণ্ঠের এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার কোনো শারীরিক জটিলতা ছিল না।
আগের দিনও অফিস করেছেন।
এদিকে সোমবার বাদ যোহর সেনানিবাসের আল্লাহু মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জনকণ্ঠের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, তার বড় ছেলে এ মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। দাফনের বিষয়ে প্রথম জানাজা শেষে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
পারিবারিক সূত্র জানায়, আতিকউল্লাহ খান মাসুদকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়। একসঙ্গে দেশের বিভিন্ন জেলা পত্রিকা ছাপানোর উদ্যোগ নেন আতিকউল্লাহ খান মাসুদ। যার ফলে দ্রুতই পাঠকপ্রিয়তা লাভ করে জনকণ্ঠ। তবে পরবর্তীতে সে ব্যবস্থা আর চলমান থাকেনি।