মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ ও ভারত মৈত্রী সেতুর উদ্বোধন
বাংলাদেশ ও ভারত মৈত্রী সেতুর উদ্বোধন
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রথমবারের মতো সীমান্তে নদীর উপরে বাংলাদেশ ও ভারতকে সংযোগকারী মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল বার্তায় বলেন, রাজনৈতিক সীমান্ত রেখা- বাণিজ্যে বাধা হতে পারে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মৈত্রী সেতু দুই দেশের মধ্যে শুধু বন্ধুত্বের বন্ধনই নয়, দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতেও অগ্রণী ভূমিকা রাখবে। শুধু ভারতই নয়, এই সেতুর মাধ্যমে নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য যোগাযোগ সহজ হবে। তিনি জানান, সেতুর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সাথে ভারতের ত্রিপুরার সরাসরি সংযোগ স্থাপিত হলো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুর উদ্বোধনকালে বলেন, এই সেতু দুই দেশের মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। একই সাথে পর্যটন খাতে নতুন দুয়ার উন্মোচিত হবে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় এবং দক্ষিণ ত্রিপুরার সাবরুমের মাঝে ফেনী নদীতে নির্মিত সেতুর মাধ্যমে চট্টগ্রাম বন্দর ব্যবহারের মধ্য দিয়ে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।….ঢাকা থেকে আমীর খসরু