রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচন ভোট নিয়ে ‘সন্তুষ্ট-ইসির সচিব
পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচন ভোট নিয়ে ‘সন্তুষ্ট-ইসির সচিব
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বিক্ষিপ্ত সংঘর্ষ আর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত পৌরসভার চতুর্থ ধাপের ভোট নিয়ে নির্বাচন কমিশনের সন্তোষের কথা জানালেন ইসির নতুন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
রোববার ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি।
এই মাসেই নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব নেন হুমায়ুন কবীর। তার দায়িত্বগ্রহণের পর চলমান পৌর নির্বাচনে রোববারই প্রথম ভোট হল।
পৌরসভা নির্বাচনের প্রথম তিনটি ধাপে ভোটগ্রহণ নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছিলেন ইসির আগের সচিব মো. আলমগীর; যদিও সেই সব ভোট নিয়েও এবারের মতোই অভিযোগ ছিল।
রোববারের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির এক প্রার্থীও ভোট বর্জন করেন।
ইসি সচিব হুমায়ুন বলেন, “রিটার্নিং অফিসাররা যে রিপোর্ট দিয়েছেন প্রতি ঘণ্টায় ঘণ্টায়, এর ওপর ভিত্তি করে এবং টেলিভিশনও দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে, ভালো হয়েছে ভোট।… আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট।
প্রথম তিন দুই ধাপের ভোটে গোলযোগ-সংঘর্ষ হওয়ায় এবার বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তাতেও কিছু এলাকায় সংঘাত এড়োনো যায়নি।
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ভোট চলাকালে দুটি পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।
চট্টগ্রামের পটিয়া পৌরসভার নির্বাচনে এক ওয়ার্ড কাউন্সিলরকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ উঠে। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন নিহতও হন।
পটিয়ার সহিংসতার বিষয়ে হুমায়ুন বলেন, সেখানে নিহতের ঘটনাটি ঘটেছে ভোটকেন্দ্রের বাইরে।
“এই লোকটি মারা গিয়েছে ভোট কেন্দ্রে বাইরে। সত্যিই দুঃখজনক ব্যাপার এটি। নিঃসন্দেহে আমাদের প্রত্যাশা ছিল একটি প্রাণও যেন ঝরে না পড়ে।”
এক্ষেত্রে ইসির কিছু করার ছিল না বলে দাবি করেন তিনি।
“যেটি আমাদের ভোটকেন্দ্র ছিল, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী ছিল। কিন্তু এটি ভোট কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর মধ্যে। তারা বাইরে গিয়ে ঝগড়া করেছে, সেখানে নিহত হয়েছে। সেখানে আসলে ওই মুহূর্তে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। এটি আমাদের কাছে মনে হয়েছে।”
ইসি সচিব দাবি করেন, ভোটকেন্দ্রের বাইরের ঘটনার প্রভাব ভোটে পড়েনি।সেখানে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। রিটার্নিং অফিসার যে দায়িত্ব দিয়েছেন, তাতে মনে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে।”
গোলযোগ-অনিয়মের বিষয়ে সচিব জানান, নরসিংদীতে চারটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ভোট বন্ধ করে দিয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়ির একটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। শরীয়তপুরের ডামুড্ডায় দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে।
“মোট ৭টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। বাকি ৫০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে,” বলেন তিনি।
আগামী ২৮ ফেব্রুয়ারি পৌর নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণের কথা রয়েছে।