রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি সেভেন বৈঠকে যোগ দিতে মোদীকে- ব্রিটেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
জি সেভেন বৈঠকে যোগ দিতে মোদীকে- ব্রিটেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ আগামী জুন মাসে ব্রিটেনে হতে চলা জি সেভেন বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল ব্রিটেন। সেই সঙ্গে ওই বৈঠকের আগে ভারত সফরে আসতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
১১ থেকে ১৩ জুন ব্রিটেনের কর্নওয়ালে বসতে চলেছে জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক। ওই বৈঠকে থাকবে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং আমেরিকা। বৈঠকে উপস্থিত থাকার কথা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরও। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মোদীকে। ভারত ছাড়াও, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াকেও ওই সামিটে আমন্ত্রণ জানান হয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে নানাবিধ বিষয়ে আলোচনা হতে চলেছে। করোনা অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং মুক্ত বাণিজ্যের মতো বিষয়গুলি আলোচনার টেবলে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা সঙ্কট কাটিয়ে বিশ্বের আর্থিক উন্নতির জন্য দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্যের প্রস্তাবে ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে জোর দেবেন জনসন। ওই বিবৃতিতে ভারতকে ‘বিশ্বের ঔষধালয়’ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। করোনার টিকা তৈরিতে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘ভারত গোটা বিশ্বের চাহিদার ৫০ শতাংশ টিকা ইতিমধ্যেই সরবরাহ করছে। ব্রিটেন এবং ভারত এই অতিমারিতে হাতে হাত মিলিয়ে কাজও করেছে।’’
জুনে বসতে চলা ওই বৈঠকের আগেই ভারত সফরে আসতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক কথা জানানো হয়েছে ব্রিটেন সরকারের তরফে এক প্রেস বিবৃতিতে। আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন জনসন। তবে ব্রিটেনে করোনা সংক্রমণের কারণে ওই সফর বাতিল করেছেন তিনি।