রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসতে চান- প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন
ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসতে চান- প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ ২০১৫ সালে স্বাক্ষরিত ‘ইরান পরমাণু চুক্তিতে’ ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন, প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন। ইরানের বাধ্যবাধকতা মানার শর্তে, তবে বিশেষজ্ঞদের ধারণা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে তা অসম্ভব হয়ে উঠতে পারেI নভেম্বরের শেষ ভাগে, ইরানের শীর্ষ পরমাণু বিশেষজ্ঞ, ড: মোহসেন ফাখরিজাদের হত্যাকান্ড, মধ্য-প্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিকে সঙ্কটজনক করে তোলেI
পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও বলেন, উপসাগরীয় মিত্রদের সহায়তায় ইরানের বিরুদ্ধে আমরা কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টিতে সমর্থ হয়েছিI তিনি বলেন এ যাবৎ, ইরানের বিরুদ্ধে ৭৭টি নিষেধাজ্ঞা আরোপ ও ১৫০০ ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তবে জনগণের চরম দুর্ভোগ আর সীমাহীন দুঃখ দুর্দশার মূল্যেI