বুধবার, ২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পা ভেঙেছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন
পা ভেঙেছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থীর জো বাইডেন গত শনিবার তার একটি জার্মান শেফার্ড কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙেছেন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন থেমে নেই।
ভাঙা পা নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) জো বাইডেন তার মনোনীত অর্থনীতি টিমের পরিচিতিমূলক অনুষ্ঠানে যোগ দিতে ছুটে গেছেন ডেলাওয়ারের উইলমিংটনে। সেখানে তার পায়ে দেখা গেছে প্রটেক্টিভ বুট।
এরইমধ্যে জো বাইডেন পায়ের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। তার ব্যক্তিগত ডাক্তার কেভিন ও’কনোর জানিয়েছেন প্রাথমিক এক্সরেতে তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি; সিটি স্ক্যান করে বিস্তারিত জানা যাবে।
শেফার্ড কুকুরের সঙ্গে বাইডেন
পরে সিটি স্ক্যান করে দেখা গেছে যে, বাইরের ডান পায়ের মাঝখানের দুটি ছোট হাড় ভেঙেছে। ডাক্তার ও’কনোর বলেন, মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ওয়াকিং বুট পরতে হবে।
আগামী ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এ অবস্থায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলে তাকে হয়ত ভাঙা পা নিয়েই হোয়াইট হাউজে উঠতে হবে।
জো বাইডেনের পা ভাঙার খবর শুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, ‘দ্রুত সেরে উঠুন’।