বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কভিড ১৯ লড়াই হচ্ছে যুদ্ধে যাবার মতোই-বাইডেন
কভিড ১৯ লড়াই হচ্ছে যুদ্ধে যাবার মতোই-বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ঘোষণা করেন যে, কভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই হচ্ছে যুদ্ধে যাবার মতোই। সেখানে প্রধান সেনাপতির প্রয়োজন পড়ে। সম্মুখ সারির স্বাস্থ্য কর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল গোল টেবিল আলোচনায় বাইডেন বলেন, “আমিও ভুল করবো তবে আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি যে, ভুল করলে আমি সেটা স্বীকার করবো এবং আমি তার দায় গ্রহণ করবো।” তিনি এই সব সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বীর যোদ্ধা বলে অভিহিত করেন। ৩রা নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রাক্কলিত বিজয়ী বাইডেন বলেন, শপথ গ্রহণের পর তিনি অঙ্গরাজ্যের গভর্ণদের তাদের রাজ্যে বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার, রোগ পরীক্ষা, তার সুত্র নির্ণয় ও শারীরিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেবেন। তিনি বলেন, তিনি এ জন্য Defense Authorization Act ব্যবহার করবেন।
এ দিকে নিউ ইয়র্ক সিটি ঘোষণা করেছে যে, কভিড ১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তারা সেখানকার সরকারি স্কুলগুলোতে উপস্থিত হয়ে পাঠগ্রহণ বন্ধ করে দিচ্ছে। মেয়র বিল দ্য ব্ল্যাসিও বলেন, এক সপ্তার মধ্যে শহরে ৩ শতাংশ লোক পরীক্ষায় কভিড সংক্রমিত বলে সনাক্ত হয়েছেন, যা আসলে এই রোগে সংক্রমণের মাত্রা ছাড়িয়ে গেছে