রবিবার, ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে কোস্টগার্ডে যুক্ত হলো আরও ১০ নৌযান
বাংলাদেশে কোস্টগার্ডে যুক্ত হলো আরও ১০ নৌযান
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হয়েছে ১০টি নতুন নৌযান। এগুলোকে কমিশন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌযানগুলোর মধ্যে রয়েছে- দু’টি অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি), পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি), দু’টি ফাস্ট প্যাট্রোল বোট (এফপিবি) ও বিসিজি বেইজ ভোলা।
রোববার (১৫ নভেম্বর) গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কমিশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় রিমোট কন্ট্রোল সুইচের মাধ্যমে নৌযানগুলোর নামফলক উন্মোচন করেন তিনি