মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউসে ফিরেছেন- ট্রাম্প
হোয়াইট হাউসে ফিরেছেন- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের জরুরি চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরেছেন। এক টুইট বার্তায় করোনাকে ভয় না পাওয়ার বানী দিয়েছেন এবং হোয়াইট হাউসে ফিরেই বরাবরের মতো মাস্ক খুলে ফেলেছেন।
হোয়াইট হাউসে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে, খুব শিগগিরই নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি। খবর সিএনএনের।
গত বৃহস্পতিবার করোনায় আক্রন্তের খবর দেন প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া। তারপর তারা হোয়াইট হাউসে আইসোলেশনে থাকবেন বলে জানান। কিন্তু একদিন না যেতেই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চারদিন থাকার পর হোয়াইট হাউসে ফেরেন তিনি।
হাসপাতালে ট্রাম্পকে মূলত রেমডিসিভির এবং আরইজিএন-কোভটু ওষুধের ডোজ দেয়া হয়। এই ওষুধে ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
যদিও করোনা হওয়ার পর থেকেই একাধিকবার বিতর্কে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেও তা গোপন করতে চেয়েছিলেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর জানিয়েছে। ওই রিপোর্টে উল্লেখ, প্রেসিডেন্ট ট্রাম্প তার করোনা ভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট বৃহস্পতিবার হাতে পেয়েছিলেন। তখন তিনি বিষয়টি গোপন করতে চেয়েছিলেন।
এছাড়াও সামনে নির্বাচনের কথা মাথায় রেখে সমর্থকদের চাঙ্গা রাখার জন্য রবিবার ওয়াল্টার রিড হাসপাতালের স্যুট থেকে কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে এসে মোটর গাড়িতে উঠে হাত নাড়ান ট্রাম্প। একেবারে প্রটোকল ভেঙে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন কাজে ক্ষুব্ধ হয়েছেন চিকিৎসকরা।
করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৭৯ হাজার ৬৪৪ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৩২ জন। তারপরও ট্রাম্প এতে নিজের অর্জন খুঁজে চলেছেন। তিনি দাবি করে আসছেন যে, তার প্রশাসন সঠিক ব্যবস্থা না নিলে করোনায় মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতো। এছাড়া অন্যান্য দেশ করোনার সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ তার।