শুক্রবার, ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের শীঘ্রই প্রত্যাহার করা হবে- ট্রাম্প
ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের শীঘ্রই প্রত্যাহার করা হবে- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ট্রাম্প, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমির সঙ্গে বৈঠকে তাঁকে আশস্ত করেছেন যে, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের শীঘ্রই প্রত্যাহার কোরে নেয়া হবে, তবে কোন সময়-সীমার কথা উল্লেখ করা হয় নিI বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫,০০০ সেনা সেখানে সন্ত্রাস বিরোধী অভিযান ও ইরাকি সেনাদের প্রশিক্ষণে নিয়োজিত রয়েছেI
প্রধানমন্ত্রী খাদিমি, প্রেসিডেন্ট ট্রাম্পকে আইসিসদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা আমাদের দুটি দেশের স্বার্থে আমাদের অংশীদারকে জোরদার করেছেI