শনিবার, ২০ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন নিষেধাজ্ঞা:ইরানের তেল ট্যাংকার ভেনিজুয়েলার
মার্কিন নিষেধাজ্ঞা:ইরানের তেল ট্যাংকার ভেনিজুয়েলার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আরো একটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গুলসান নামের একটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার পানিসীমার কাছাকাছি রয়েছে এবং ধারণা করা হচ্ছে এই ট্যাংকারে তেল শোধনাগার সংস্কারের যন্ত্রাংশ রয়েছে।আগামীকাল রোববার অথবা সোমবারের মধ্যেই ইরানের এই তেল ট্যাংকার ভেনিজুয়েলার বন্দরে নোঙর ফেলবে বলে কোন কোন সূত্র জানিয়েছে।
এর আগে ইরান পাঁচটি তেল ট্যাংকারে করে ভেনিজুয়েলায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠিয়েছে।
তেলসমৃদ্ধ ভেনিজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞার কারণে পরিশোধিত জ্বালানির সংকটে পড়েছে। আর এই সংকটে সহযোগিতা করতেই মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান সেখানে তেল ট্যাংকার পাঠিয়েছে।
এর আগে ইরানের পাঠানো পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছার পর সেগুলোকে স্কর্ট করে বন্দরে নিয়ে যায় দেশটির সশস্ত্র বাহিনী।
ইরানের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ দেশটির শীর্ষ নেতারা। একইসঙ্গে জ্বালানি সংকট থেকে মুক্তি পেয়ে সেদেশের জনগণও ইরানকে ধন্যবাদ জানিয়েছে।