৬ রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়লো
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকা:সৌদি আরব, কুয়েত, ইরাক, ইতালি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ব্রুনেই-এর হাই কমিশনারের চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।
সোমবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ৩১ জুলাই পর্যন্ত ছয়জনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করেছে।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ-এর চুক্তির মেয়াদ গত ২৫ জানুয়ারি শেষ হয়। ২৬ জানুয়ারি থেকে তার চুক্তির মেয়াদ বেড়েছে।
ব্রুনেইয়ে বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনের চুক্তির মেয়াদ গত বছরের ১৮ ডিসেম্বর শেষ হয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
কুয়েতের রাষ্ট্রদূত এম এম আবুল কালামের চুক্তির মেয়াদ ১৯ এপ্রিল, ইরাকের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদের গত ২৫ মে, ইতালির রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের গত ১ জুন এবং সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ গত ৫ জুন শেষ হয়।
মেয়াদ শেষ হওয়ার পর দিন অথবা যোগদানের তারিখ থেকে এদের চুক্তির মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।