বুধবার, ১০ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ‘রেড জোনে-‘লকডাউন’ কীভাবে পালিত হচ্ছে?
বাংলাদেশে ‘রেড জোনে-‘লকডাউন’ কীভাবে পালিত হচ্ছে?
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে সংক্রমণের উচ্চহারের কারণে এর আগে এমন কঠোরভাবে লকডাউন আরোপ করা হয়নি।পূর্ব-রাজাবাজারে কিভাবে চলছে এই লকডাউন?বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে ঢাকার পূর্ব রাজাবাজারকে মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে।
সংক্রমণের এলাকাকে লকডাউন করা হয়। বলা হয়েছে, লকডাউন চলাকালে একমাত্র চিকিৎসক ও সংবাদকর্মী ছাড়া কেউ ওই এলাকা থেকে বের হতে কিংবা নতুন করে ঢুকতে পারবে না।
মঙ্গলবার সকালে পূর্ব-রাজাবাজারে গিয়ে দেখা যায়, এলাকায় ঢোকার সব কয়টি প্রবেশমুখে তালা দিয়ে আটকে দেয়া হয়েছে।
কোন কোন প্রবেশমুখে লোহার গেটে তালার বাইরে বাঁশ আর কাঠ দিয়ে ব্যারিকেড বানানো হয়েছে।
গেটে প্লাস্টিক ব্যানার ঝুলিয়ে লিখে দেয়া হয়েছে, স্বাস্থ্য বিভাগ কর্তৃক রেড জোন ঘোষণা করে এলাকায় লকডাউন করা হয়েছে।
বড় বড় লাল হরফে লেখা হয়েছে ‘প্রবেশ নিষেধ’।
ইন্দিরা রোড-পান্থপথ-তেজতুরি বাজার সংলগ্ন সব বন্ধ প্রবেশমুখে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে।
তেজতুরি বাজার সংলগ্ন একটি মাত্র গেট খোলা, যেখান দিয়ে সিটি কর্পোরেশনের জরুরি খাদ্য সরবারহ এবং ওষুধবাহী দুয়েকটি পিকআপ ঢুকছে।
যারাই ভেতরে ঢুকছেন, তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে।
থেকে থেকে হ্যান্ডমাইক নিয়ে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকেরা মাইকিং করে সচেতন করছেন বাসিন্দাদের।
সেখানকার বাসিন্দারা বলছেন, যদিও মঙ্গলবার মধ্যরাত থেকে পূর্ব-রাজাবাজারে লকডাউন হবে, কয়েকদিন ধরে এলাকায় এমন মাইকিং হয়েছে।
তারপরেও মঙ্গলবার দুপুরের পর থেকে সেখানকার বাসিন্দাদের মধ্যে এক ধরণের হুলস্থূল পড়ে যায়, বলছিলেন সরকারি চাকুরে শামীমা হক, যিনি পূর্ব রাজাবাজারের একজন বাসিন্দা।
“সবাই সারাদিন ছুটোছুটি করেছে, কারণ আবার কতদিনে আমরা স্বাভাবিক পরিবেশে ফিরতে পারবো বুঝতে পারছি না। এজন্য ঘরের জন্য কিছু প্রস্তুতি -যেমন খাবার ও ওষুধ অন্তত সামনের কিছুদিনের জন্য কিনে নিয়েছি।”
বাসিন্দাদের বলা হয়েছে, লকডাউন চলাকালীন কেউ এলাকা থেকে ঢুকতে বা বের হতে পারবেন না। এসময় কোন বাজার বা জরুরি প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন হলে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের জানাতে হবে, কোন সার্ভিস চার্জ ছাড়াই তারা সেটি বাড়ি পৌঁছে দেবেন।
কেউ কেউ অসুবিধায়
বাসিন্দারা জানিয়েছেন, যেহেতু অন্তত আগামী দুই সপ্তাহ লক-ডাউন চলবে, ফলে সাধ্যমত প্রস্তুতি নিয়েছেন প্রায় সবাই।
কিন্তু সাধারণ ছুটি চলাকালে যাতায়াতে যে শিথিলতা ছিল, তেমনটি চলবে না জেনে কেউ কেউ রোববার থেকে এলাকা ছেড়ে কিছু দিনের জন্য অন্যত্র চলে গেছেন এমন কথাও জানিয়েছেন বাসিন্দারা।
স্কুল শিক্ষক রুথ লিপি দাস বলছিলেন, “ছোটখাটো কিছু সমস্যা এখনো আছে, যেমন ধরুন যদিও বলেছে কিছু প্রয়োজন হলে বাসায় পৌঁছে দেবে, কিন্তু যে আসবে সে সম্পূর্ণ নিরাপদ, এমন বিশ্বাস এখন পাওয়া সহজ নয়। এছাড়া আজকেই আমার একজন আত্মীয় ক্যান্সারে ভুগে মারা গেছেন, তাকে শেষবার দেখতে যেতে পারিনি।”
রাজাবাজার কেন গুরুত্বপূর্ণ
ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত পূর্ব-রাজাবাজার আয়তনে খুবই ছোট একটি এলাকা, ভেতরে মাত্র আটটি সড়ক রয়েছে।
একদিকে ফার্মগেট, আরেকদিকে পান্থপথ ও কাওরানবাজার এবং আরেকপাশে ধানমন্ডি, ভৌগলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান হওয়ায় এবং ঢাকার যেকোন অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবার কারণে এই ছোট্ট জায়গাটুকুর মধ্যেই ৪০-৪৫ হাজার মানুষ বাস করেন।
স্বাস্থ্যবিভাগ বলছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা যদি ৩০-৪০ জন হয়, তাহলে সেই এলাকাকে ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত করে বিচ্ছিন্ন করে দেয়া হবে।
আর আজকের দিন পর্যন্ত হিসাবে পূর্ব-রাজাবাজারে মোট ৩১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
পূর্ব-রাজাবাজারের কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেছেন, লকডাউনে বাসিন্দাদের সেবা দেয়ার জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
“খাবার ও ওষুধ পৌঁছে দেয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব আমরা পালন করবো, এজন্য এই মুহূর্তে ৪০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। অর্থাৎ একজন মানুষের যাতে কোন দরকারেই বের হতে না হয়, সেটি নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা।”